Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

ক.  সরকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিষ্ঠান নিমাণ, মেরামত,  সংস্কার, উন্নীতকরণ এবং  

     সেগলি নিয়মিত রক্ষণাবেক্ষণ করত: ব্যবহারকারীর নিকট হস্তান্তর করা।

 

খ.  সরকারী নীতিমালা অনসরনে স্বাস্থ্য অবকাঠামো নিমাণ সংক্রান্ত  প্রোগ্রাম এবং প্রকল্পের

     আওতায় যুগোপযোগী পরিকল্পনা প্রনয়ন করা।

 

গ.  জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষ্যে স্বাস্থ্য প্রতিষ্ঠান নিয়মিত  রক্ষণাবেক্ষণণের

     মাধ্যমে সংশ্লিষ্ট  কতৃপক্ষের প্রত্যাশা পূরণ করা।

ঘ.  সবার জন্য স্বাস্থ্য সেবা নিবিঘ্ন করার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের

     অবকাঠামোগত সুবিধা জরুরী  ভিত্তিতে মেরামত ও  রক্ষণাবেক্ষণ কাজ সুচারুরূপে সমাধা

     করা।

 

ঙ.  স্বাস্থ্য অবকাঠামো নিমানে গুনগত মান বজায় রেখে নিয়মিত তদারকী  এবং প্রযুক্তিগত

     উৎকষতা সাধন করা।

চ.   উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে অবকাঠামোগত সবিধা সমূহের  আধুনিকায়ন ও

      প্রয়োজনীয় সংস্কার করা।

ছ.   নীতিমালা অনুযায়ী আসবাবপত্র তৈরী সরবরাহ, মেরামত  রক্ষণাবেক্ষণ করা।

জ.   স্বাস্থ্য সেবা প্রদানকারী সদস্যদের কমর্দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ ইনষ্টিটিউট নিমাণ ও

      রক্ষণাবেক্ষণ করা।

ঝ.   মাষ্টার প্লান, সাইট প্লান ইত্যাদি প্রনয়নে স্থানীয় প্রশাশনিক  কর্তৃপক্ষকে কারিগরী বিষয়ে

      সহায়তা প্রদান করা।

ঞ .  মন্ত্রণালয় কর্তৃক প্রদেয় অন্যান্য সরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থার স্বাস্থ্য সেবা সম্পকিত

      অবকাঠামো নিমাণ করে হস্তান্তর করা এবং নিদেশনা মোতাবেক রক্ষণাবেক্ষণ করা।